একনেকে আটকে গেল ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তবে আলোচিত ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’ অনুমোদন না পেয়ে আটকে গেছে।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এটি ছিল চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ও অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা।
সভায় উপস্থাপিত ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প’-এর মোট ব্যয় ধরা হয়েছিল ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়নের কথা থাকলেও, তা অনুমোদন পায়নি।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ একনেক সভা শেষে সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি প্রকল্পটির যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প একত্র করে সমন্বিতভাবে এগোনো উচিত। এটা একটি ভালো উদ্যোগ, তবে আরও পরিকল্পিতভাবে কাজ করতে চাই আমরা।”
এদিকে সভায় অনুমোদন পাওয়া ১২টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ৬টি নতুন এবং বাকি ৬টি সংশোধিত।
নতুন ছয়টি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প, গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প এবং কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প।
অন্যদিকে সংশোধিত ৬টি প্রকল্পের মধ্যে রয়েছে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত চতুর্থবার বৃদ্ধি) প্রকল্প, বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (দ্বিতীয় সংশোধন), স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অব বিপিডিবি (প্রথম সংশোধিত), মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (প্রথম সংশোধিত), বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ (প্রথম সংশোধিত চতুর্থ বার বৃদ্ধি) এবং বদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (তৃতীয় সংশোধন) প্রকল্প।
সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একনেক সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএক্স/