নির্বাচন কমিশনে বড় রদবদল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


নির্বাচন কমিশনে বড় রদবদল
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানাগেছে। তার আগেই নির্বাচন কমিশনে বড় রদবদল করা হচ্ছে। ইতোমধ্যে ৭১ জনকে বদলি করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার (২৭ জুলাই) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়েছে।


আরও পড়ুন: সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত  


আদেশে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।


বদলিকৃত ৭১ নির্বাচন কর্মকর্তার বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। 


এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। 


আরও পড়ুন: একনেকে আটকে গেল ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’


অপরদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক করা হয়েছে। 


এমএল/