Logo

আজ সন্ধ্যা থেকে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৪, ২১:২১
265Shares
আজ সন্ধ্যা থেকে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার বিকেল ৩টা পর্যন্ত ঢাকার কিছু সড়ক বন্ধ থাকবে। এসব পথে চলাচলকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যেসব সড়ক বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে সেগুলো হলো-

বিজ্ঞাপন

১. শাহবাগ ক্রসিং

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২. টিএসসি ক্রসিং

বিজ্ঞাপন

৩. দোয়েল চত্বর ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং

বিজ্ঞাপন

৫. শহিদুল্লাহ হল ক্রসিং

বিজ্ঞাপন

৬. জিমনেশিয়াম মাঠ গেইট

৭. রোমানা ক্রসিং

বিজ্ঞাপন

৮. জগন্নাথ হল ক্রসিং

বিজ্ঞাপন

৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং

১০. নীলক্ষেত ক্রসিং

বিজ্ঞাপন

১১. পলাশী ক্রসিং

১২. বকশি বাজার ক্রসিং

১৩. চাঁনখারপুল ক্রসিং

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং

২. শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড

৩. শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং

৫. শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং

৬. বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার

যেসব সড়কে প্রবেশ নিষেধ

বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক

চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক

টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক

উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক

পায়ে হেঁটে চলাচলের সড়ক

পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং

গাড়ি পার্কিংয়ের স্থান

P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)

P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী)

P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD