ঢাকায় আসছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪
আগামী ২৪ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হব যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
আরও পড়ুন: একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
৩ দিনের ঢাকা সফরের সময় আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনুবিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: অ্যান্টিমাইক্রোবিয়াল এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচনের আগে গেল অক্টোবর মাসে আফরিন আক্তার ঢাকা সফর করেন। সে সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তাগিদ দেন তিনি।
জেবি/এসবি