বিএডিসিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪


বিএডিসিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি: জনবাণী

প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় বিএডিসিতে পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪। কৃষি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দিবসটির জন্য বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়।


দিবসটি উপলক্ষে প্রত্যুষে সকল কর্মকর্তা-কর্মচারি এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে কৃষি ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালেও পুষ্পস্তবক অর্পণ করেন। 


দিবসটি পালনে বিএডিসির চেয়ারম্যান বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা। ভাষা শহিদ আবুল বরকত, আব্দুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান প্রমুখদের আত্মাহুতির বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি।  


তিনি আরও বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে কারাবন্দি থেকেও ভাষা আন্দোলনকে উজ্জীবিত ও বেগবান করেছিলেন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে সর্বস্তরে শুদ্ধভাবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।


আরএক্স/