ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪


ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
হাসিবুল ইসলাম শিহাব। ফাইল ছবি

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর খাগডহর ঘুন্টি এলাকার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ঘে নিহত ৭


নিহত হাসিবুল ইসলাম শিহাব রাজধানীর কামরাঙ্গী চর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: চলন্ত অবস্থায় ছুটে গেল ট্রেনের তিন বগি, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ


তিনি বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকাল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠি ডাকাডাকি করে। কিন্তু, কোন সাড়া না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


রাসুল সামদানী আজাদ বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


আরএক্স/