এই সরকারের পক্ষে কোনো গণরায় নেই: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার-ধারে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের পক্ষে কোনো গণরায় নেই।
বৃহস্পতিবার (২২ ফেরব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: শহীদ দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা বৃহস্পতিবার
রিজভী বলেন, “দখলদার সরকাররা ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে। তাই ক্ষমতা দখলে রেখে জুলুমের খড়গ নামিয়ে আনে। জনগণের প্রতি এই তাচ্ছিল্যভাব অক্ষমার।”
আরও পড়ুন: কারামুক্ত হলেন বিএনপি নেতা আলাল
তিনি বলেন, “এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ সার্জিস আলম, পরে কণ্ঠে ঝরে পড়ে আবেগ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু
