Logo

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে তিনজনকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২২
117Shares
কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে তিনজনকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) মাহফুজুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার শহরের চর-থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব(২৫), আমজাদ আলীর ছেলে শামীম(২৪) ও একই এলাকার আলমের ছেলে জুয়েল হোসেন(৩০)। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো,সোহেল রানা বলেন,আসামীদের আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নার রেস্তোরাঁর ভেতরে ঢুকে রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২) এর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওইদিন রাতেই রিভার ভিউ ফুড কর্নার রেস্তোরাঁর মালিক আব্দুল খালেক থানায় বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ৬/৭ জন অজ্ঞাত নামায় আসামি করে মামলা দায়ের করলে রাতেই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD