আজ পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪


আজ পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার চলছে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি)। সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সকল যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


আরও পড়ুন: স্ত্রীসহ পরিবেশ অধিদফতরের পরিচালকের রহস্যজনক মৃত্যু


সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ভারী যানবাহনগুলো ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে।”


আরও পড়ুন: শাহজালালে চার যাত্রীর কাছে মিললো পৌনে দুই কোটি টাকার সোনা


বিজ্ঞপ্তি অনুসারে শনিবার থেকে কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। বিকল্প রুট ব্যবহার করতে হবে।গত ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দেয়।


বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে।   


জেবি/এসবি