সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন
জান্নাতুর রহমান
প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য দীর্ঘ ১৩ বছর ধরে (২০১২ সাল থেকে) সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চাকরী প্রত্যাশীরা রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ী ভাবে বৃদ্ধি চাই অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চাই”।
তারই ধারাবাহিকতায় ৩০ই আগস্ট ২০২৩ ইং থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ মে ২০২৪ইং চূড়ান্ত শিক্ষার্থী সমাগম এর আগেই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আলটিমেটাম দিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে ৩০ এর শিকল গলায় ঝুলিয়ে হাতে ঝাড়ু নিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫.০০ ঘটিকায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই-২০২৪ আন্দোলনের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার নিরন্তর প্রয়াস চালাচ্ছে: রাষ্ট্রপতি
ইতোমধ্যে ১০ জুন, ২০২৩ সালে এই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রদান করায় ১২ জন সাধারণ শিক্ষার্থীকে ১৩ দিন জেল প্রদান করা হয়।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এটি যেহেতু সকল শিক্ষার্থীদের প্রাণের দাবী সেহেতু সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি বাস্তবায়ন করার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবার গণজাগরণ তৈরী করবে বলে প্রস্তুতি নিচ্ছে ।
অতি দ্রুত সময়ের মধ্যে ৮ বিভাগে বিভাগীয় মানববন্ধন, ৬৪ জেলায় মানববন্ধন করে আগামী ১১ মে ২০২৪ চূড়ান্ত শিক্ষার্থী সমাগমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।
জেবি/এসবি