‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের ইআরডি ভবনে এ বৈঠক শুরু হয়। এ বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফিলিস্তিনের বিপক্ষে অপতথ্য ছড়ানো প্রতিরোধে
সভা শেষে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।” তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। এ নিয়ে কাজ চলছে। অপেক্ষা করতে হবে। আমাদের ম্যানেজ করতে হবে।”
আরও পড়ুন: সমগ্র গ্রামবাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি: প্রধানমন্ত্রী
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
জেবি/এসবি