Logo

জয়ার রিটে বন্ধ হলো বন্যপ্রাণী হাতি নির্যাতন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৪৫
44Shares
জয়ার রিটে বন্ধ হলো বন্যপ্রাণী হাতি নির্যাতন
ছবি: সংগৃহীত

তা জানতে চেয়ে রুলস জারি করা হয়েছে

বিজ্ঞাপন

বিয়ে বাড়িতে শোভাবর্ধন, হাতির পিঠে ভ্রমণ, হাতির সার্কাস, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‍্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেছিলেন নায়িকা জয়া আহসান। এবার হাইকোর্ট এসব কাজে ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রমকে স্থগিত করেছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ জারী করেন। একই সাথে হাতির ওপর নির্যাতন ও নিষ্ঠুরতা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং হাতিকে বিনোদনের কাজে ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানা নতুন করে লাইসেন্স ও লাইসেন্স নবায়ন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলস জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইনজীবী ব্যারিস্টার সাকিব আদালতে রিটের পক্ষে শুনানি করেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) জয়া আহসান এ রিট দায়ের করেন।

সেসময় আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, বাংলাদেশের ক্যাপটিভ হাতিকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ বন্ধ, হাতিকে বিনোদনের কাজে ব্যবহার ও হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংগঠনটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। প্রাণী অধিকারকর্মীরা এর মাঝে দুইবার বন ভবন ঘেরাও করেন। এ সময় বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো ফলপ্রসূ ভূমিকা আজও পর্যন্ত লক্ষ্য করা যায়নি। নির্যাতিত হাতিদের বিষয়ে ব্যবস্থা নিতে দফায় দফায় চিঠি দেওয়া হলেও উপযুক্ত কোনো জবাব আসেনি বিভাগটির পক্ষ থেকে। এ কারণেই রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD