বিচ ফুটবল বিশ্বকাপ

হেক্সা শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে সেলেসাওরা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪


হেক্সা শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে সেলেসাওরা
ছবি: সংগৃহীত

মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপে ভরাডুবির পর পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বে তেমন স্বস্তিতে নেই সেলেসাওরা। সিনিয়রদের লাগা ভুত তাড়া করছে জুনিয়রদেরও। কদিন আগেই অলিম্পিক বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। অবশ্য বিচ ফুটবলে অনেকটা অপ্রতিরোধ্যই বলা যায় ব্রাজিল দলকে। টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে আরেকটি ফাইনাল। 


সংযুক্ত আরব আমিরাতে বসেছে বিচ ফুটবল বিশ্বকাপের এই আসর। ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ের দৌড়ে এখন টিকে আছে আর মাত্র দুটি দল। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে টুর্নামেন্টটির ফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। 


আরও পড়ুন: আবারও ইনস্টাগ্রামে ফিরলেন বেনজেমা


বিচ ফুটবল সাধারণত সমুদ্র সৈকতেই খেলা হয়ে থাকে। ২০০৫ সাল থেকে বিশ্ব ফুটবল ফেডারেশন এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে। ১৬ দল নিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুবাইয়ে পর্দা ওঠে এবারের আসরের। রবিবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের টুর্নামেন্টটির।


যেভাবে ফাইনালে গেল ব্রাজিল


গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে পরাজিত করে ব্রাজিল। পরপর দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল সেলেসাওদের , গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত তকমা ধরে রাখে তারা।


আরও পড়ুন: মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো


এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ব্রাজিলের ফুটবলাররা। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে রেকর্ড শিরোপার জয়ের দ্বারপ্রান্তে পৌছেযান লাতিন জায়ান্টরা। অন্যদিকে, ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি দুইবার ফাইনাল খেললেও এখনো বিচ ফুটবলের বিশ্ব আসরের শিরোপা ঘরে তুলতে পারেনি।


এমএল/