আসন্ন বিশ্বকাপের আগেই ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অজিদের। এরপর আরও বড় এক দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।
আগামী মার্চের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে ছিল। সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী দলগুলো।
আরও পড়ুন: কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ক্রিকেট বোর্ডের তৈরি করা খসড়া সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ৯ এপ্রিল সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ভারতের দল বাংলাদেশে পা রাখবে আগামী ২৫ মার্চ, আসন্ন এই সিরিজটি আইসিসির এফটিপির অন্তর্ভুক্ত নয়। এই তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।
নারী ক্রিকেটের নবনিযুক্ত প্রধান হাবিবুল বাশার সুমনের ক্রিকবাজকে দেওয়া ভাষ্যমতে, বিশ্বের শীর্ষ দুটি দলের বিপক্ষে টানা সিরিজ বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বরিশালের হয়ে বিপিএল মাতাতে কাল আসছেন মিলার
তিনি আরও বলেন, আমি মনে করি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর আমরা বিশ্বকাপের আগে ঠিক কোথায় আছি, সেটা জানার ভালো সুযোগ হতে পারে এটা। আমরা তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকটা মুখিয়ে আছি। যদি ইতিবাচক ফল পাই, অবশ্যই আমরা আমাদের আত্মবিশ্বাস বেশ ভালোভাবেই অর্জন করতে পারবো।
এমএল/