হালান্ড ঝড়ে উড়ে গেল লুটন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪


হালান্ড ঝড়ে উড়ে গেল লুটন
ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ফিরলেও নিজের চেনা রূপটা দেখাতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আরালিং হালান্ড। তবে এবার সেটা দেখাতে এফএ কাপের ম্যাচকেই বেছে নিলেন এই তারকা ফুটবলার। তাতে ঝড় তুলে একাই করলেন ৫ গোল।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিপক্ষ লুটন টাউনের নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যেতে থাকে সিটি। তাতে মাত্র ৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। দুর্দান্ত শটে জাল খুঁজে নেন হালান্ড।


আরও পড়ুন: টাইগারদের বোলিং কোচ অ্যাডামস, ব্যাটিং কোচ হ্যাম্প


এরপর অষ্টাদশ মিনিটে আবারো প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন নরওয়েজীয় তারকা। এরপরে ৪০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। বিরতির আগে লুটনের হয়ে এক গোল শোধ করেন জর্ডান ক্লার্ক। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।


বিরতি শেষে ৫৫ ও ৫৮ মিনিটে আরো ২ গোল করেন হালান্ড। তাতে কেভিন ডি ব্রুইন ও হালান্ডের মাঝে দারুণ রসায়নের কাজটা করেন বার্নার্দো সিলভা ও জন স্টোনস। ৫৮ মিনিটে হালান্ডের শেষ গোলটি বানিয়েছেন সিলভা। ৭২ মিনিটে মাতেও কোভাচিচের গোলের উৎস স্টোনস। ম্যাচের ৫২ মিনিটে আরও একটি গোল শোধ করে লুটন।

 

জেবি/এসবি