Logo

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:২৩
65Shares
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করেন। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৮ জন এমপি শপথগ্রহণ করেছেন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রথমে সরকারি দল আ. লীগ মনোনীত ৪৮ জন শপথ নিয়েছেন। পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করেন। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অপরদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এরপর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD