শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৮ জন এমপি শপথগ্রহণ করেছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রথমে সরকারি দল আ. লীগ মনোনীত ৪৮ জন শপথ নিয়েছেন। পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।
আরও পড়ুন: রোজায় অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা
শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করেন। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।
অপরদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
আরও পড়ুন: বইমেলার সময় বাড়লো ২ দিন
এরপর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
জেবি/এসবি