বইমেলার সময় বাড়লো ২ দিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪


বইমেলার সময় বাড়লো ২ দিন
ছবি: সংগৃহীত

এবারের অমর একুশে বইমেলার সময় দুই দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ১ ও ২ মার্চ (শুক্র-শনিবার) মেলা অনুষ্ঠিত হবে। বাংলা বইমেলা দুই দিন বর্ধিত হওয়ার ঘোষণা দিয়েছেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।   


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে রাত ৯টায় এ ঘোষণা দেন তিনি।


এ সময়  তথ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ।‌


আরও পড়ুন: ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে বইমেলা


ঘোষণায় বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, “প্রধানমন্ত্রীর সদয় সম্মতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা দুই দিন বর্ধিত করা হলো।”


এর আগে ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরও দুই দিন বৃদ্ধি করার জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি।


আরও পড়ুন: বইমেলায় প্রচুর ভিড়, তবুও বিক্রি কম


চিঠিতে তারা বলে, “অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে ১, ২ মার্চ (শুক্র ও শনিবার) হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলায় সময় বৃদ্ধির অনুরোধ করছি ”।


জেবি/এসবি