Logo

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১০
108Shares
ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল
ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করেও

বিজ্ঞাপন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (স্কুল শাখা)  ২০২৪ সালে প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল সরকারের সংশ্লিষ্ট দফতর।  একই সাথে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে শিক্ষা অধিদফতর। গণমাধ্যমকে অ্যাডভোকেট মো. শামীম সরদার  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি প্রজ্ঞাপনে বলা হয়, “ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করেও তা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।”

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, “এমন অবস্থায় ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD