এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ ৩ মার্চ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪


এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ ৩ মার্চ
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে রবিবার (৩ মার্চ)।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।


তিনি বলেন, “চলতি বছরের মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রবিবার (৩ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম ঘোষণা করা হবে।”


আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের কচুক্ষেত উপশাখার উদ্বোধন


বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত মার্চ ২০২৪ মাসের Saudi CP (সৌদি কন্টাক্ট্র প্রাই) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশে ৩ মার্চ ২০২৪ তারিখ রোববার দুপুর ২.৩০ মিনিটে কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।”


আরও পড়ুন: বাড়লো বিদ্যুতের দাম, শুক্রবার থেকেই কার্যকর


একই সাথে, মার্চ ২০২৪ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি'র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এর আগে, গেল ৪ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।


জেবি/এসবি