খেলা চলাকালে কবাডি খেলোয়াড়কে গুলি করে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


খেলা চলাকালে কবাডি খেলোয়াড়কে গুলি করে হত্যা

টুর্নামেন্টের খেলা চলাকালে গুলিবর্ষণ। আর সেই গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড়। ঘটনায় তীব্র আতংকের সৃষ্টি হয় ভারতের পাঞ্জাবের জলন্ধরে। সোমবার  জলন্ধরের একটি কবাডি টুর্নামেন্টে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সন্দীপ সিংলঙ্গাল। সেখানে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। 

পুলিশ সাংবাদিকদের জানান, ‘নাকোদারের মালিয়ান খুর্দগ্রামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সন্দীপ মাঠের বাইরে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। ঠিক সেই সময় গুলি চালাতে শুরু করে চারজন। গাড়ি থেকে নেমে দুজন প্রথমে আকাশে গুলি চালায়। আর অন‍্য দুইজন সন্দীপকে লক্ষ‍্য করে গুলি নিক্ষেপ করে। গুলির আওয়াজে চারিদিকে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। মাঠে উপস্থিত দর্শক বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে। সন্দীপকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’ 

জলন্ধরের ডিএসপি লখিন্দর সিং সাংবাদিকদের জানান, ‘সন্দীপ শাহকোর্টের ছেলে হলেও পরবর্তীতে তিনি ইংল‍্যান্ডে চলে যান। ব্রিটিশ  নাগরিকত্ব ও নিয়েছিলেন। একাধিক আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু মাতৃভূমির প্রতি গভীর টান ছিল। তাই মাঝে মধ‍্যে পাঞ্জাব আসতেন। সেখানকার উঠতি প্রতিভাদের উৎসাহ দিতে কবাডি টুর্নামেন্টের আয়োজনও করতেন। তেমন একটি খেলা চলছিল সোমবার। কিন্তু সেখানে তিনি মারা যাবেন ভাবতে পারেননি তাঁর অনুরাগীরা। ইংল‍্যান্ডে স্ত্রী ও দুই ছেলেকে তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে।’ 

সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে  সন্দীপকে গুলি করার মুহূর্তটি। দেখে গা শিউরে উঠেছেন নেটিজেনদের। দিনদুপুরে কে বা কারা সন্দীপের উপর গুলি নিক্ষেপ করল তা তদন্ত করে দেখছে পুলিশ।

এসএ/