আগুনে আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন: পুলিশপ্রধান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৪


আগুনে আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন: পুলিশপ্রধান
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে পুলিশের এক সদস্যের মেয়েও রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।   


বৃহস্পতিবার (১ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ভবনটি পুড়ে যায়। 


এদিকে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 


আরও পড়ুন: বেইলি রোডে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন


সেখানে আইজিপি গণমাধ্যমকর্মীদের বলেন, “আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন। দোয়া করেন যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের জীবন যেন রক্ষা পায়।”


আরও পড়ুন: বেইলি রোডের আগুনে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু


পুলিশপ্রধান আরও বলেন, “বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।”


জেবি/এসবি