‘কাচ্চি ভাই’ থেকে খাবার আনতে গিয়ে পুড়ে মারা গেলেন ড্যাফোডিল শিক্ষার্থী তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৪
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনের ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার আনতে গিয়ে পুড়ে মারা গেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক সম্পন্ন করা তুষার হাওলাদার নামের শিক্ষার্থী।
জানা যায়, স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন তুষার। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান বাবা দীনেশ হাওলাদার।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২৯ মরদেহ হস্তান্তর
তিনি জানান, তুষার ড্যাফোডিল থেকে সাংবাদিকতা বিভাগে অনার্স পাস করেছে। গতকাল বাংলামোটরের অফিস থেকে বের হয়ে বেইলি রোডে খাবার খেতে যায় বন্ধুদের সঙ্গে। আর সেখানেই অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়।
আরও পড়ুন: আগুনে আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন: পুলিশপ্রধান
জানা গেছে, তুষার হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং সমাবর্তনের অপেক্ষায় ছিলেন।
জেবি/এসবি