বেইলি রোডের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।
শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২৯ মরদেহ হস্তান্তর
এর আগে, বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আগুনে আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন: পুলিশপ্রধান
এছাড়া, গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেবি/এসবি