আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪
১৯৭১ সালে আজকের এ দিনে (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শনিবার (২ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন দিবস।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র খচিত পতাকা।
ওইদিন দুপুরে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল।
আরও পড়ুন: রাজউক ও গণপূর্তকে আরও সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অত্যাচার, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন সাধারণ জনতা। প্রকৃতপক্ষে সেইদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।
পরের দিন ৩ মার্চ পল্টনের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা মোহাম্মদ শাজাহান সিরাজ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে সর্বপ্রথম ধানমন্ডির নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
আরও পড়ুন: পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে বইমেলার
ভারতের কলকাতায় সর্বপ্রথম বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল। তৎকালীন ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এমএল/