Logo

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ২২:৫৮
66Shares
আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস
ছবি: সংগৃহীত

উত্তোলন করা হয়। শনিবার (২ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন দিবস

বিজ্ঞাপন

১৯৭১ সালে আজকের এ দিনে (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শনিবার (২ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন দিবস। 

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র খচিত পতাকা।

বিজ্ঞাপন

ওইদিন দুপুরে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। 

বিজ্ঞাপন

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অত্যাচার, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন সাধারণ জনতা। প্রকৃতপক্ষে সেইদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। 

বিজ্ঞাপন

পরের দিন ৩ মার্চ পল্টনের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা মোহাম্মদ শাজাহান সিরাজ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে সর্বপ্রথম ধানমন্ডির নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

বিজ্ঞাপন

ভারতের কলকাতায় সর্বপ্রথম বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল। তৎকালীন ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD