Logo

বেইলি রোডে ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরলেন আরও ২ জন

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ২৪:০৫
62Shares
বেইলি রোডে ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরলেন আরও ২ জন
ছবি: সংগৃহীত

আজ আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনজন ভর্তি আছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।”

বিজ্ঞাপন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফারদিন ও অনন্ত কাজী নামে দুইজনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া রাকিব, মেহেদি ও সুমাইয়া নামে আরও ৩ জন ভর্তি আছেন।

রবিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ডা. তরিকুল ইসলাম জানান, “ঘটনার দিন প্রথমে ১৪ জন ইনস্টিটিউটে আসেন। এরমধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়। শনিবার (২ মার্চ) ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। এবং আজ আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনজন ভর্তি আছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভর্তি তিনজনের ভেতর দুইজনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। একজনের আঘাতজনিত সমস্যা ছিল। তাদের বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে। ধোয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতি হওয়ায় এখনও শ্বাসকষ্ট, গলা ব্যথা রয়েছে। প্রয়োজন মতো অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, বেইলি রোডে আগুনের ঘটনায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন ভর্তি আছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD