চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে ভয়াবহ আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন বড় আকার ধারণ করার ফলে পরবর্তীতে নৌবাহিনীর দুটি ইউনিট ও বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।


সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।


আরও পড়ুন: চট্টগ্রামে সুগার মিলে আগুন: রমজানের চিনি পুড়ে ছাই!


গণমাধ্যমকে কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়েব হোসাইন মুন্সী জানান, “আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।”


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, “এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।”


আরও পড়ুন: চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


এদিকে,এস আলম সুগার মিলের কর্মকর্তারা বলছেন, “বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।”


তারা আরও জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।


কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন,“বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।”


জেবি/এসবি