চট্টগ্রামে সুগার মিলে আগুন: রমজানের চিনি পুড়ে ছাই!


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


চট্টগ্রামে সুগার মিলে আগুন: রমজানের চিনি পুড়ে ছাই!
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের একটি গুদামে রাখা ১ লাখ টন অপরিশোধিত চিনি (র সুগার) পুড়ে ছাই হয়ে গেছে।  ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। তারা চেষ্টা করছে আগুন যাতে ছড়িয়ে না পড়ে।


সোমবার (৪ মার্চ)  বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন এস আলমের কর্মকর্তারা। 


তারা জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।


আরও পড়ুন: চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস গুদামের উপর থেকে পানি ছিটাতে পারছে না। পাশে কিন্তু নদী রয়েছে। পানির অভাব নেই। হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানো হলে হয়তো ফিনিশড গুডের গুদাম রক্ষা করা যাবে।  


আরও পড়ুন: গাউসুল আজম মার্কেটে আগুন


সূত্র জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় দুইটি প্লান্টে। এর মধ্যে প্লান্ট ১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন, প্লান্ট ২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এ কারখানাটি পরিচালিত হচ্ছে। 


জেবি/এসবি