কারও অধীনে আমি কাজ করতে চাই না: সালাহউদ্দিন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪


কারও অধীনে আমি কাজ করতে চাই না: সালাহউদ্দিন
মোহাম্মদ সালাহউদ্দিন | ফাইল ছবি

বিসিবি থেকে কোচিংয়ের জন্য আগ্রহীদের আহ্বান করা হয়েছিল। কিন্তু সেখানে দেশের সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন কোনো প্রকার আগ্রহই দেখাননি। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এমনই অভিযোগ তুলেছিলেন। সেটা অবশ্য অস্বীকার করেননি সালাহউদ্দিন নিজেও। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা স্বীকার করে জানিয়েছেন, কারো অধীনে কাজ করার বয়স আর এখন আমার নেই। প্রধান কোচ ছাড়া তিনি অন্য কোনো দায়িত্ব নিতে চান না।


তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার মত বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিমাণে পরিশ্রম করার পাশাপাশি অনেক বেশি সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের অনেক বড় ভূমিকা থাকে। কিন্তু এখন আমি এটা আর করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা আমার এখন আর নেই।’ 


আরও পড়ুন: কুমিল্লার কোচ সালাউদ্দিনই জাতীয় দলের পরবর্তী কোচ!


হেড কোচ হাথুরুসিংহের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আরও বলেন, ‘জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি এবং বুঝেছি যে, অন্যসব কোচরা তার সাথে খাপ খাওয়াতে পারছে না এবং বিশেষ করে আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবেই কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজের ক্ষেত্রে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা অনেক সমস্যা হয়ে পড়বে এবং আমি এধরনের নই।এ কারণেই আমি বিসিবিতে নাম দেইনি।’


সালাহউদ্দিন আরও বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের পর কোচিং স্টাফদের প্রায় অর্ধেক সদস্য চলে গেছেন এবং আমি যতটুকু শুনেছি যে, তারা তার (হাথুরুর) সাথে কাজ করতে ইচ্ছুক নয়। যদি তারাই কাজ করতে না চায়, তাহলে আমি কীভাবে কাজ করবো। আমি এই ব্যাপারগুলো জানি এবং আমি স্বাধীনভাবেই কাজ করতে চাই। আর তা না হলে জাতীয় দলের সাথে যুক্ত হতে আমি ইচ্ছুক নই।’ যদি আসন্ন বিশ্বকাপের পরে সালাহউদ্দিনকে শুধু টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তবে সেটা নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি দল গোছানোর দায়িত্ব দিলে সেটা তখন ভেবে দেখা যাবে।’ 


এমএল/