Logo

মাহে রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

profile picture
জনবাণী ডেস্ক
১০ মার্চ, ২০২৪, ০১:৩৫
34Shares
মাহে রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) রয়েছে

বিজ্ঞাপন

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন তাদের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মার্চ) থেকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

বিজ্ঞাপন

বিকেল ৩-৪ টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদেরকে বিকাল ৩টা ৩০ মিনিটের আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) রয়েছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), খুলনা, যশোর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা এবং কুষ্টিয়ায় অবস্থিত। রাজধানীর যমুনা ফিউচার পার্কে রয়েছে বিশ্বের সবথেকে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

বিজ্ঞাপন

এসব ভিসা সেন্টারে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। গতবছরও মাহে রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণ করেছিল ভারতীয় হাইকমিশন। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD