কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ পিএম, ৯ই মার্চ ২০২৪


কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডাক্তার তাহসিন বাহার সূচনা। 


শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পরে মেয়র পদে উপ-নির্বাচনের ফলাফলে থাকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়।


কুমিল্লা জেলা স্কুল অডিটোরিয়ামে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।


আরও পড়ুন: নারী দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের আলোচনা সভা


মেয়র পদে উপ-নির্বাচনে ১০৫টি ভোট কেন্দ্রের ফলাফলে ডাক্তার তাহাসিন বাহার সূচনা বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৮৯৭টি।


এছাড়াও নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ১৫৫টি এবং নূর উর রহমান তানিম হাতি প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১৭৩টি।


আরও পড়ুন: কুমিল্লা-ময়মনসিংহতে ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি


ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মত সিটি কপোরেশন  নির্বাচনে অংশগ্রহণ করেন।


কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


এমএল/