নারী দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের আলোচনা সভা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪


নারী দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের আলোচনা সভা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিঃ (বিসিবিএল) শনিবার (৯মার্চ) রাজধানীর উত্তরায় নিজস্ব মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নারীর সমঅধিকার, সমানসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। 


নারীকেন্দ্রিক আর্থিক নীতি ও ইকোসিস্টেমে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ নিয়ে নেতারা আলোচনা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জন, দারিদ্য দূরীকরণ, লিঙ্গ সমতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে নারীকেন্দ্রিক ইকোসিস্টেম তৈরির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব লাভ করে। 


আরও পড়ুন: আজ সন্ধ্যায় দেশে ফিরলেন ওবায়দুল কাদের


স্ব-স্ব ক্ষেত্রে সফল নারীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মিতুলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মিতুলী মাহবুব, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি নাজিয়া জাবীন, ব্রতী সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমীন মুর্শিদ, দৈনিক প্রথম আলোর ক্রাইম রিপোর্টিং বিভাগের প্রধান রোজিনা ইসলাম, বিশিষ্ট মডেল এবং মঞ্চ, টিভি ও চলচিত্র অভিনেত্রী তানভিন সুইটি, আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সহযোগী কনসাল্ট্যান্ট- রেডিয়েশন অনকোলজি ডঃ জান্নাতুল ফেরদৌসী, এবং অনলাইন ট্রাভেল এজেন্সী শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাদিয়া হক। 


এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাবের সভাপতি ডঃ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আতিক, বিসিবিএল সদস্যবৃন্দসহ বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। 


আলোচনা শেষে ব্যাংকার্স ক্লাবের নিজস্ব ব্র্যান্ড বিসিবিএল বিটস একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


এমএল/