Logo

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসলিম উম্মাহর জন্য দোয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মার্চ, ২০২৪, ০১:২৭
66Shares
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসলিম উম্মাহর জন্য দোয়া
ছবি: সংগৃহীত

আশা করছি বাকি জুমার নামাজ গুলোও এখানে পড়তে পারব

বিজ্ঞাপন

মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করার মাধ্যমে শেষ হলো মাহে রমজানের প্রথম জুমা।

শুক্রবার (১৫ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনবাসীদের জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ সময় হাজারো মুসল্লির কণ্ঠে আমিন আমিন শব্দে মুখরিত হয় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নামাজ শেষ করে মুসল্লি সাগর হোসেন বলেন, পবিত্র রমজানের প্রথম জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি বাকি জুমার নামাজ গুলোও এখানে পড়তে পারব।

অন্যএক মুসল্লি বেলায়েত বলেন, বড় কাতারে সবার সাথে নামাজ পড়ার মধ্যে একপ্রকার প্রশান্তি রয়েছে। মহান আল্লাহ যেন আমাদের সবার নামাজ কবুল করে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সন্তানসহ নামাজ পড়তে এসেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করে বেশ ভালো লাগছে। চেষ্টা করি প্রতি ওয়াক্তের নামাজ এখানে এসে পড়তে। এবং নামাজে বাচ্চাদের সাথে নিয়ে আসি, যেন তারাও ধর্মীয় শিক্ষায় সম্পূর্ণ হয়ে ওঠে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD