সেমিনারে বক্তারা

ময়মনসিংহ অঞ্চলের কৃষিতে আমুল পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪


ময়মনসিংহ অঞ্চলের কৃষিতে আমুল পরিবর্তন
ছবি: সংগৃহীত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ অঞ্চলের ফসল উৎপাদন পরিস্থিতি ও ২০২৪-২০২৫ অর্থবছরের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন।


সোমবার (১১ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প যৌথ কর্মশালা আয়োজন করে।


আরও পড়ুন:  দেশে ৩০ শতাংশ খাদ্য অপচয় হয়: কৃষিমন্ত্রী


প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন সংস্থাটির সদস্য বিশেষজ্ঞ পুল প্রফেসর ড. এম.এ.সাত্তার মন্ডল।


ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান।


কর্মশালায় বক্তারা ২০২৪-২০২৫ অর্থবছরের লক্ষমাত্রা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপসহ বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় আগত কৃষকগণ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে তারা কি কি সুবিধা পাবে তা জানতে পেরেছেন। চলমান এই প্রকল্পের কারনে এই অঞ্চলের কৃষিতে আমুল পরিবর্তনসহ আধুনিকতার ছোয়া লেগেছে।


আরও পড়ুন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দু'পক্ষের বিবাদ প্রকাশ্যে


এ সময়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মহাপরিচালক প্রফেসর ড. মো. শাহজাহান কবীর ,বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম উপস্থিত ছিলেন। 


এছাড়াও জাতীয় কৃষি গবেষণা ইনিস্টিউট (নার্স) ভূক্ত বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিগণ এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দসহ কৃষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএক্স/