রোজায় ইফতার সামগ্রীর দাম বৃদ্ধিতে নিম্নবিত্তের নাভিশ্বাস
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪
চলতি রমজানে দুধ, চিনি, ডিম, পাকা কলা ও ফলমূলের অস্বাবাভিক মূল্য বৃদ্ধি পাওয়ায় যশোরের নিম্নবৃত্ত ধর্মপ্রাণ মানুষের রোজার মাসে সংসার চালতে নাভিশ্বাস উঠেছে। রোজাদার নিম্নবৃত্ত মানুষ সারাদিন রোজা রেখে ইফতারির সময় পুষ্টিযুক্ত খাবার না পাওয়ায় অধিকাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে।
সরজমিন তথ্য সংগ্রহে দেখা গেছে, যশোর শহরের বাজারগুলিতে নিত্যপণ্যের ও রোজার ইফতার সামগ্রীর অস্বাভাবিক দাম বেড়েছে। খেজুর নিম্ন পক্ষে চারশ টাকা শ্রেণী ভেদে আটশ টাকা থেকে এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপেল তিনশ টাকা থেকে চারশ টাকায় বিক্রি হচ্ছে। পাকা কলা এক ডজন (বারটা) ১৪০ টাকায়। রাতে সেহেরির জন্য গরুর দুধ প্রতি কেজি আশি টাকায় সকলকে কিনতে হচ্ছে। এমনি সকল ইফতারি সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নবৃত্ত মানুষ রোজার দিনে চোখে অন্ধকার দেখছে। তারা রোজা রেখে ইফতারিতে ফলমূল খেতে না পেয়ে শুধু পানি খেয়ে ইফতারি করতে দেখা গেছে।
আরও পড়ুন: যশোরে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
এছাড়া সেহেরির সময় নিম্নবৃত্ত রোজাদার মানুষ শাকসবজি সহ ঝাল পেয়াজ লবণ দিয়ে সেহেরি সম্পন্ন করছেন। অনেক অসহায় গরীব মানুষ মাছ ও মাংস দাম বৃদ্ধিতে এসব আমিষ জাতীয় খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। শহরের মসজিদ গুলোতে ইফতারির জন্য গরীব রোজাদার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মসজিদ গুলোতে উচ্চবৃত্তের মানুষ ইফতার সামগ্রী দান করায় প্রতিদিন নিম্নবৃত্ত মানুষের ঢল নেমেছে।
আরও পড়ুন: যশোরে শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
এই রোজায় নিম্নবৃত্ত মহিলাদের সমস্যা বেশি। রোজা রেখে তারা সারাদিন সংসারের পরিশ্রমের পর পুষ্টিযুক্ত ইফতারি না পেয়ে অধিকাংশ মহিলা অপুষ্টিতে ভুগছে। এছাড়া চিনির দাম বৃদ্ধি পাওয়ায় ইফতারিতে সরবত পান করা নিম্নবৃত্তের বাড়ি থেকে তিরহিত হয়েছে। ইফতার সামগ্রীর লাগামহীন দাম বাড়ায় নিম্মবৃত্তের আয়ের সাথে ব্যায়ের সঙ্গতি না থাকায় তাদের পরিবারে নাভিশ্বাস উঠেছে।
জেবি/এসবি