Logo

টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ০৫:৫৩
193Shares
টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
ছবি: সংগৃহীত

তবে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউট উদযাপন করে আলোচনায় এসেছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিন দিন বিরতির পর আবারও সিলেট টেস্টের মধ্যদিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের বড় জয়ের দিনে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ব্যাটার। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সে সময় ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতেও দেখা গিয়েছিল তাকে। হাতে ব্যথা যে ভালোই পেয়েছেন, তা চোখেমুখেই স্পষ্ট ছিল। অবশ্য ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচিয়ে কিপিং টা চালিয়ে যান।

বিসিবির একটি বিবৃতি থেকে জানা গেছে, স্ক্যান করে দেখা গেছে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। আর যেটি সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহের মত সময় লাগবে। এর ফলে শুক্রবার (২২ মার্চ) প্রথম টেস্টে মুশফিককে পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

অন্যদিকে তার আঙ্গুলের চোট নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, মেডিকেল টিম থেকে জানানো হয়েছে ওর হাতে বেশ ব্যাথা রয়েছে। ওর জন্য শেষ সময় পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করবো।

বিজ্ঞাপন

মুশফিক ছিটকে গেলে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি নির্বাচক প্যানেল। এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, যদি তাকে না পাওয়া যায়, তখন তো বিকল্প একটি খেলোয়াড় দিতেই হবে।

বিজ্ঞাপন

২০০৮ সালে থেকে নিয়মিত টেস্ট ম্যাচ খেলা মুশফিকুর রহিম এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট ম্যাচে খেলতে পারেননি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD