Logo

এক সিনেমায় দেখাযাবে পরীমণি ও মধুমিতাকে

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ০৭:৫৯
56Shares
এক সিনেমায় দেখাযাবে পরীমণি ও মধুমিতাকে
ছবি: সংগৃহীত

যিনিকিনা ‘পাখি’ নামেই বেশি পরিচিত তার ভক্তদের কাছে

বিজ্ঞাপন

প্রথমবারের মতো ওপার বাংলার ছবিতে কাজ করার জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমণি। দেবরাজ সিনহা নির্মিত ‘ফেলুবকশি’ নামের এ চলচ্চিত্রে পরীর সাথে জুটি বেঁধেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম। 

তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ ছবিতে পরীমণি ও সোহমের সাথে যোগ দিয়েছেন টলিউড নায়িকা মধুমিতা সরকার। যিনিকিনা ‘পাখি’ নামেই বেশি পরিচিত তার ভক্তদের কাছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) থেকে শুরু হবে চলচ্চিত্রটির চূড়ান্ত শুটিং। এর আগে পাঁচ দিনের অনুশীলন চলবে। এরই এক ফাঁকে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ সেরে নেবেন। 

এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে পরিচালিত ছবিতে অভিনয় করেছেন নায়িকা পরী। তবে এবারই প্রথম টলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এ বিষয়ে তিনি বলেন, ‘চলতি মাসেই এর শুটিং শুরু হবে। এটি আমার প্রথম কলকাতার সিনেমা হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীমণিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বিশ্ব ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের নির্মিত ছবিটিতে তার সাথে জুটি বেঁধে কাজ করেছেন এবিএম সুমন।

এদিকে সম্প্রতি রেজা ঘটকের পরিচালনায় ‘ডোডোর গল্প’ ছবির কাজ সম্পন্ন করেছেন পরীমণি। এছাড়া ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD