রিয়াদে তারাবীহ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি ইমাম শাহাদাত আল মাহদী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪


রিয়াদে  তারাবীহ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি ইমাম শাহাদাত আল মাহদী
ছবি: প্রতিনিধি

সৌদি আরবের রাজধানীর রিয়াদে মসজিদ হায়া আস সুবয়ী'তে সুললিত কণ্ঠে প্রথমবারের মতো তারাবির নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি ইমাম শাহাদাত আল মাহদী।


দেশ-বর্ণ-ভাষার বৈষম্য ঘুচিয়ে নিয়মিত ইমামতি এবং একই সাথে তারাবি পড়িয়ে স্থানীয় সৌদি নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিদের মন জয় করে নিয়েছেন তিনি। প্রবাসী বাংলাদেশি মুসল্লীরা ও  দেশিয় ইমাম পেয়ে  অনেক আনন্দিত।


আর ও পড়ুন: কুয়েতে দীর্ঘদিন পরে অবৈধ অভিবাসীদের জন্য সারধাণ ক্ষমা ঘোষণা


শাহাদাত আল মাহদী সম্প্রতি মসজিদ হায়া আস সুবয়ী'র নিয়মিত  ইমাম হিসেবে নিযুক্ত হোন এবং স্থানীয় একটি কোম্পানির সুপার ভাইজার হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও সৌদিতে  ইসলামি সাংস্কৃতিক সংগঠন প্রবাসী নাশিদ ব্যান্ড'র আবৃত্তি ও উপস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।


আর ও পড়ুন: কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি


তার দেশের বাড়ি ঢাকা কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামে। সে মুন্সিগঞ্জের মধুপুর মাদ্রাসা এবং ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশুনা করেছেন।


এছাড়াও এবার সৌদি আরবের বিভিন্ন শহরে শতাধিক বাংলাদেশি হাফেজে কুরআন সুনামের সাথে  ইমামতি এবং তারাবি পড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।


জেবি/এসবি