ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৭ পিএম, ২০শে মার্চ ২০২৪


ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে ইমামুল হাসান জিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জিয়া উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত সবেদ আলীর ছেলে এবং দামুকদিয়া হাইস্কুল সংলগ্ন মসজিদের ইমাম। 


বুধবার (২০ মার্চ) ভেড়ামারা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইন ২০০৩; অনুযায়ী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে আসামি জিয়ার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।  


আরও পড়ুন: ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে


অভিযোগকারী সূত্রে জানা গেছে , ধর্ষক ইমামুল হাসান জিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। এর জের ধরে সুযোগ সন্ধানী জিয়া জোরপূর্বক ওই গৃহবধূ কে ধর্ষণ করে। ভুক্তভোগী এ বিষয়ে বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আরও পড়ুন: ভেড়ামারায় আগুনে পুড়লো ৪ হাজার বিঘা পানের বরজ


ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের পর মঙ্গলবার দিবাগত রাতেই জিয়া কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে মামলাটি থানায় রুজু হয়। এবং দুপুর ১ টার দিকে আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


জেবি/এসবি