উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তফসিল ঘোষণা আজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪


উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তফসিল ঘোষণা আজ
ফাইল ছবি

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২১ মার্চ)। মে মাসে চার ধাপে এ নির্বাচন হবে- এ ঘোষণা নির্বাচন কমিশন আগেই দিয়েছিল।


এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা শেষে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে কমিশন। এর আগে বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  বিষয়টি নিশ্চিত করেন।


বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার কমিশন সভা আছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে।


আরও পড়ুন: উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত বাড়াল ইসি


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  অশোক কুমার দেবনাথ বলেন, বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের হতে ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না বলে অনেক জাল স্বাক্ষর নেয় তাই কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতেও পারবে, নাও দিতে পারবে।


আরও পড়ুন:  গ্রাহকের শত কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রাণনাথ ভারতে গ্রেফতার


বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপজেলা পরিষদ নির্বাচনী বিধিমালা ও আচরণে বেশ কিছু সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করা হয়।


উল্লেখ্য, আগামী মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।


জেবি/এসবি