দেশের বাজারে বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। ভালো মানের সোনার এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকায়। এতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়েছে দুই হাজার ৯১৬ টাকা। দেশে সোনার নতুন এ দর আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানায়।
আরও পড়ুন: ঈদে নতুন নোট মিলবে ৩১ মার্চ থেকে
বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ আট হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৩১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা করা হয়েছে।”
আরও পড়ুন: প্রতিদিন মোবাইলে ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
অপরদিকে, অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুসারে, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ছয় টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ কর হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেবি/এসবি