মোবাইল থাকা ব্যালেন্সের জাকাত দিতে হবে কি?


Janobani

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪


মোবাইল থাকা ব্যালেন্সের জাকাত দিতে হবে কি?
ফাইল ছবি

মোবাইলে কথা জন্য যে ব্যালেন্স থাকে তাকে নগদ অর্থ গণ্য করা হয় না। শুধু মোবাইল কথা বলা হয়, কিন্তু অন্য কাজে ব্যবহার করা যায় না। ওই অর্থ মূলত নির্দিষ্ট কোম্পানির টেলিযোগাযোগ সেবার নির্দিষ্টপরিমাণ যা কিনে ফেলা হয়েছে। তাই এই অর্থের ব্যাপারে প্রয়োজনীয় আসবাবপত্রের বিধান প্রযোজ্য হবে। যেমন, প্রয়োজনীয় অন্য আসবাবপত্রের যেমন জাকাত দিতে হয় না, মোবাইল ব্যালেন্সে থাকা অর্থেরও জাকাত দিতে হবে না।


জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল সম্পদের ওপর যা ৪ ধরনের হয়ে থাকে


আরও পড়ুন: সম্পদ কত হলে ফিতরা দিতে হবে, কাকে দিতে হবে?


১. স্বর্ণ

২ রৌপ্য

৩. ব্যবসায়িক পণ্য

৪. নগদ অর্থ


আরও পড়ুন: মাগফিরাতের দশকে যে চারটি আমল বেশি বেশি করবেন


উল্লেখ্য, কেউ যদি এক বছর ধরে নেসাব পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্যের মালিক থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি গণ্য হবে এবং তার ওপর জাকাত ওয়াজিব হবে।


জেবি/এসবি