মূলধন বৃদ্ধির অনুমতি পেল রূপালী ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪


মূলধন বৃদ্ধির অনুমতি পেল রূপালী ব্যাংক
ফাইল ছবি

সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন বৃদ্ধির অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি।


রবিবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রূপালী ব্যাংক পিএলসির মূলধন বৃদ্ধির অনুমতি দিয়েছে। 


রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির বর্তমান মূলধন ৭০০ কোটি টাকা। ব্যাংকটি তাদের মূলধন বৃদ্ধি করে ২ হাজার ৫০০ কোটি টাকা করতে পারবে।


আরও পড়ুন: অর্থ প্রতিমন্ত্রীকে রূপালী ব্যাংকের অভিনন্দন


গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন এ সংক্রান্ত একটি পত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিকট পাঠিয়েছে।


আরও পড়ুন: অর্থমন্ত্রীকে রূপালী ব্যাংকের শুভেচ্ছা


পত্রে বলা হয়েছে, রূপালী ব্যাংক পিএলসি ৭০০ কোটি টাকা থেকে মূলধন বৃদ্ধি করে ২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত করতে পারবে।


সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি অনুমোদিত মূলধন উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।


জেবি/এসবি