ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

প্রতিবারের মতো এবারও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঈদে সৌদি আরবে টানা ৬ দিনের ছুটি
সভার সিদ্ধান্ত অনুসারে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে: কাদের
আকেরবারের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।
জেবি/এসবি