স্বাধীনতা দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪


স্বাধীনতা দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন 'ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'।


মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২ টার দিকে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


আরও পড়ুন: অবন্তিকার রেশ কাটতে না কাটতেই পাবিপ্রবিতে মীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার


এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, কোষাধ্যক্ষ শাহীন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী, কার্যনির্বাহী সদস্য যায়িদ বিন ফিরোজ ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।


আরও পড়ুন: মাদকবিরোধী সচেতনতায় জাবিতে সেমিনার


এর আগে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


জেবি/এসবি