কলকাতা বিমানবন্দরে চলল গুলি, জওয়ান নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪


কলকাতা বিমানবন্দরে চলল গুলি, জওয়ান নিহত
ছবি: প্রতিনিধি

কলকাতা বিমানবন্দরে গুলাগুলিতে কর্তব‍্যরত অবস্থায় মৃত্যু মারা গেছেন এক সিআইএসএফ জওয়ান।


বৃহস্পতিবার (২৮ মার্চ) ৫ টায় সকালে এ ঘটনা ঘটে।  গুলি করে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন বলেই খবর।


জানা যায়, ভোর ৫ টায় বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলির শব্দ শুনতে পান অন‍্যান‍্য জওয়ানরা। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে উপস্থিত থাকা যাত্রীদের মধ‍্যে। 


আরও পড়ুন: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান মারা গেছেন


ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায়, এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও। দ্রুত তাঁকে উদ্ধার করে চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আরও পড়ুন: প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি মানুষের, অনাহারে থাকছে ৮০ কোটি


মৃতের নাম শ্রীবিষ্ণু (২৫)। মৃত জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। ২০২২ থেকে সিআইএসএফ -এ কর্মরত ছিলেন তিনি। 


এদিন কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন বিষ্ণু। কি কারণে আত্মঘাতী হলেন, তা ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।


জেবি/এসবি