আখাউড়ায় ৫০ লাখ টাকার ভারতীয় আতশ বাজি উদ্ধার করেছে বিজিবি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪


আখাউড়ায় ৫০ লাখ টাকার ভারতীয় আতশ বাজি উদ্ধার করেছে বিজিবি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ লাখ টাকার বেশি ভারতীয় আতশ বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২৯ মার্চ) ভোরে পৌরসভার তারাগন থেকে এসব বাজি উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহার হওয়া একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।


আরও পড়ুন: নাফনদীর ওপার থেকেই ঘুরে গেল মিয়ানমারের যুদ্ধ জাহাজ


বিজিবি ৬০ ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া কম্পানি সদর বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডর সুবেদার কাজী ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালানোর সময় ভোররাত পৌণে চারটার দিকে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পিকআপ ফেলে এর চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে নম্বরবিহনী ওই পিকআপ থেকে ২৪ বস্তায় থাকা ৭৮ হাজার ৭০ পিস ভারতীয় আতশ বাজি উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। উদ্ধার হওয়া আতশ বাজি আখাউড়া কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়া চলছে।


এমএল/