কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ভারতের জলপাইগুড়ি, নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪


কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ভারতের জলপাইগুড়ি, নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরবঙ্গের ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় রবিবার (৩১ মার্চ) কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সব। নিহত হয়েছে ৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জনের বেশি। 


এদিন বিকেল হতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। হঠাৎ ঝড়ো হাওয়া এবং শিলিবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুটিমারি এলাকা। বার্ণিশগ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রচুর বাড়ি-ঘর ভেঙে পড়েছে , নষ্ট হয়েছে বিভিন্ন ক্ষেতের ফসল। গাছ ভেঙে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। 


আরও পড়ুন: সাড়ে তিন হাজার বাংলাদেশির ‘সেকেন্ড হোম’ মালয়েশিয়া


ভেঙে পড়া বাড়ি ও গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৫০ জনের বেশি। আহতদের সংখ‍্যা বেড়েই চলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান ময়নাগুড়ি ব্লক বিডিও। ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। উদ্ধার কাজে নেমেছে কুইক রেসপন্স টিম। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


এমএল/