খাবার সংকট, সরকারি কর্মকর্তাকে পেটালেন পৌর মেয়র
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে পৌর মেয়র গোলাম কবির মোল্লার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী কর্মকর্তা আব্দুর রাজ্জাক সাটুরিয়া উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনকের জন্মবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় কর্মকর্তার পেছন থেকে পাঞ্জাবির কলার ধরে রেখেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। তার বাম পাশ থেকে রাজ্জাকের কোমড়ে একটা ঘুষি মারেন পৌর ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম শুভ এবং সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারার ভয় দেখাচ্ছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। অন্যদিকে হামলায় ভীত রাজ্জাক ক্ষমা চেয়ে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছেন।
রাজ্জাকের দাবি, অনুষ্ঠানে খাবার কম পড়ায় অনেকেই তার কাছে খাবার চাইছিল। এ অবস্থায় তিনি পৌর মেয়রের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলে তাতে নাখোশ হন মেয়র এবং হামলা চালান। এ ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেননি রাজ্জাক।
এসএ/