Logo

উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ৯ টি করাতকল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৭
52Shares
উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ৯ টি করাতকল বন্ধ
ছবি: সংগৃহীত

কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি

বিজ্ঞাপন

উপজেলার পেকুয়া বাজারে সোমবার (০১ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে এসব করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে বলে জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।  

তবে অভিযানের খবর পেয়ে করাতকলগুলোর মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

বিজ্ঞাপন

এসময় স্থানীয় ভোলাখালের চর দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেওয়া হয় বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।

বিজ্ঞাপন

রূম্পা ঘোষ বলেন, পেকুয়ায় গড়ে উঠা দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারিরা পার্শ্ববর্তী বনবিভাগের পাহাড়ের সামাজিক বনায়নসহ বাগানের কাঠ কেটে মজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বনসম্পদ ও প্রকৃতি রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে ৯ টি অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছে।  

বিজ্ঞাপন

তবে অভিযানের খবরে এসব করাতকলের মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

রূম্পা ঘোষ আরও জানান, প্রাকৃতিক সম্পদ আমাদের বনাঞ্চল ও বনসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল নদী দখলকারীর বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে। এ অভিযান চলমান থাকবে। পাশাপাশি এদিনের অভিযানে পেকুয়ার ভোলাখালের চর দখল করে গড়ে উঠা কয়েকটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

বন্ধ করে দেওয়া এসব করাতকলের মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় স্থানিয়রা জানিয়েছেন, এলাকার প্রভাবশালী রাজনৈতিক দুর্বৃত্তদের ছত্রছায়ায় এসব করাতকলগুলো পরিচালিত হত।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD