লালমনিরহাটে চেয়ারম্যান পদে শ্যামল বিজয়ী

জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার এ ফলাফল ঘোষণা করেন
বিজ্ঞাপন
লালমনিরহাট জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ ভোট বেশি পেয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) বিকালে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘোষিত ফলাফল অনুযায়ী মোবাইল ফোন প্রতীক নিয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফুরা বেগম রুমি কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৩ ভোট।
বিজ্ঞাপন
এছাড়াও আনারস প্রতীকে নজরুল হক পাটোয়ারী ভোলা ০০, মোটরসাইকেল প্রতীকে মমতাজ আলী শান্ত ৫৮ এবং চশমা প্রতীকে আশরাফ হোসেন বাদল ০৭ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ছয়টি কেন্দ্রের ছয়টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার বলেন, জেলার ৫ উপজেলা পরিষদ, ৪৫টি ইউনিয়ন, ২ পৌরসভার ৬২৪ জন জনপ্রতিনিধির ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।
বিজ্ঞাপন
বিজয়ী আবু বক্কর সিদ্দিক শ্যামল গড্ডিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা.আতিয়ার রহমান ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য সাবেক গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করায় এ পদটি শূন্য হয়েছিলো।
বিজ্ঞাপন
এমএল/








